
দেশের ৪টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস বলেছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে মঙ্গলবার (১৬ মে) থেকে বৃহস্পতিবারের মধ্যে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেয়া হয়েছে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ গতকাল সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে (১৫ মে) দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ বা দাবদাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার।
ঢাকায় সোমবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্য অস্ত যাবে জানিয়ে আবহাওয়া অধিদফতর বলেছে, মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ৫টা ১৬ মিনিটে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
স্বাআলো/এসএ
.
ঢাকা অফিস
