
পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। প্রত্যেক সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা যেনো পরম মমতায় পালন করে থাকেন মা। সন্তানের স্বপ্নপূরণের নিরলস প্রচেষ্টায় সবসময় পাশে থাকেন মা।
এমনই একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম।
নুসরাত ফারিয়ার মা বলেন, ছোটবেলায় চঞ্চল ছিলো তবে লক্ষী মেয়ে ছিলো। অন্যদিকে একটু দুষ্টুও ছিলো বটে। যেমন ছেলেদের মতো টম বয় ছিলো। তবে ফারিয়া অনেক মনযোগী ছাত্রী ছিলো। তাকে পড়াশোনার ব্যাপারে কখনো বলতে হয়নি। নিজে থেকে পড়তে বসতো। তবে অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে ফারিয়া অনেক অনেক মজার রান্না করতে পারে।
বিয়ে টেকাতে যশের সঙ্গে ব্রেকআপ করতে চেয়েছিলেন নুসরাত
অন্যদিকে ফারিয়া তার মাকে নিয়ে বলেন, এখন তো সারাদিন শুটিং নিয়েই বেশি ব্যস্ততা থাকে। তারপরও সবসময় মায়ের সঙ্গে চ্যাটিংয়ে কথা বলতে থাকি। চেষ্টা করি যোগাযোগটা আমার মায়ের সঙ্গে সবসময় থাকুক। কারণ, একমাত্রই মা-ই হচ্ছে আমার বেস্টফ্রেন্ড।
স্বাআলো/এস
.
বিনোদন ডেস্ক
