পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান

পটুয়াখালী পৌর সভার ৩নং ওয়ার্ডের পুরান বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২২ নিঃস্ব অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সোমবার (১৫ মে) দুপুর ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নগদ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা পটুয়াখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট আফজাল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি কুদ্দুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা, সদস্য এ্যাডঃ রাধা কিশোর সদাই, অভিলাষ কর্মকার, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), জেলা যুবলীগের সভাপতি এড. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এড. সৈয়দ সোহেলসহ আরো অনেকে।

এর আগেও আওয়ামী লীগের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিন তিনবার নগদ অর্থ ও শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী