চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে একটি লাল রঙের রানার মোটরসাইকেলসহ ১১ কেজি ওজনের ভারতে তৈরি অবৈধ রূপার গয়না উদ্ধার করেছে।
রবিবার (১৪ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এদিন আনুমানিক রাতে এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, মুন্সীপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারত হতে বাংলাদেশে রূপো পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তারই নির্দেশনায় মুন্সীপুর বিওপি বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমসহ একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯২/৫-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় মুন্সীপুর গ্রামের সীমান্ত শুন্য লাইন সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে, ঠাকুরপুর গ্রামের দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে একটি লাল রঙের মোটরসাইকেল চালিয়ে যেতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামানোর চেষ্টা করলে সে তার মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে। জব্দকরা মোটরসাইকেলের পিছনের ক্যারিয়ারের সঙ্গে বাধা একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকরা বস্তার ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভিতর হতে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২৫৬ ভরি) ওজনের ভারতে তৈরীকরা অবৈধ রূপার গয়না উদ্ধার করে সেগুলো এবং চোরাচালানী কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা এবং জব্দ করা অবৈধ ভারতীয় রূপার গয়নাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
স্বাআলো/এসএ
.
Author

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
