
ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। এক কথায় বলতে গেলে তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। অপু বিশ্বাসের পর বর্তমানে বুবলীর সঙ্গে চলছে তার কাদা ছোড়াছুড়ি। শাকিব-বুবলীর প্রেম এবং কীভাবে তারা বিয়ে করেন- এসব বিষয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের পর যখন আমি শাকিবের সঙ্গে একসঙ্গে থাকতাম, তখন শাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করতো। তার সঙ্গে কাজ করতে চাইতো। সে একটু আমার সামনে কথা বলতে ইতস্ততবোধ করতো। কিন্তু আমি তাকে বলতাম কথা বলো। কারণ তখন শাকিবের সঙ্গে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ ছিলো।
বুবলীর অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাকিব
পরে কোনো মেয়ের সঙ্গে দুই একদিন কথা হলে শাকিব মেয়েদের দুষ্টুমি করে বলতো, আমি ভাবতে পারছি না, আপনাকে নিয়ে কেনো এতো ভাবছি? মনে হয় আপনাকে আমি ভালোবেসে ফেলেছি? তখন মেয়ে তো একেবারে গুলু গুলু হয়ে যেতো। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে যেতো ওই মেয়ের। এমনভাবে মেয়েদের সঙ্গে শাকিব দুষ্টুমি করতো।
আমার যতদূর মনে হয় বুবলীর সঙ্গে এমন দুষ্টুমিও করেছিলো শাকিব। তবে বুবলী আসলে শাকিবকে ভালোবেসে ফেলেছিলো। কিন্তু শাকিব বুবলীর সঙ্গে দুষ্টুমি করেছিলো। তবে বুবলী তাকে আর ছাড়েনি। শুধু তাই নয়, আমার সামনে অনেকের সঙ্গে এ রকম দুষ্টুমি করেছে। আমি নাম বলতে চাই না, বর্তমানে এমন হাজারও নায়িকা আছে, যাদের সঙ্গে আমার সামনে শাকিব দুষ্টুমি করেছে।
নাম বলবো না, একজন একটা ভিডিও ছেড়েছেন: অপু বিশ্বাস
আরো মজার বিষয় হচ্ছে- এমনো ঘটেছে আগের রাতে কোনো মেয়ের সঙ্গে আমার সামনে দুষ্টুমি করেছে, পর দিন একসঙ্গে আমরা আমাদের কাজে গেছি। সেখানে আবার ওই হিরোইনের সঙ্গে দেখা হয়েছে। আমার সামনে এবং আমাকে দেখানোর চেষ্টা করছে, শাকিবের সঙ্গে তার যে সম্পর্ক আছে। তখন আমার প্রচণ্ড হাসি পেতো। রাতে তো আমার সামনেই কথা হয়েছে। এগুলো দেখে খুব মজা লাগতো।
স্বাআলো/এস
.
বিনোদন ডেস্ক
