
চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) সকাল ১০টায় সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার।
বিশেষ অতিথি ছিলেন- যুগ্মসচিব (অন-লিয়েন) কনসালটেন্ট, দ্য ইউনিয়ন ফহিমুল ইসলাম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.সাজ্জাৎ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক।
প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হোসেন আলী খোন্দকার বলেন, আমাদের দেশে অটিস্টিক সন্তান জন্ম বেড়ে যাচ্ছে। কারণ নেশা দ্রব্য সেবন। সে কারণে আমাদের সচেতন হতে হবে। যে যেখানে দায়িত্বে আছেন সেখান থেকে তামাক নিয়ন্ত্রণে কাজ করুন। চুয়াডাঙ্গায় আপনারা তামাক ঢুকতে দেবেন না।
স্বাআলো/এসএস
.

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
