পানি নিষ্কাশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়তে ইউপি চেয়ারম্যান রাজুর উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রমের আওতায় যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ মে) বিকালে স্থানীয় রূপদিয়া বাজার কেন্দ্রিক মুনসেফপুর মোড়ে জলাবদ্ধতার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন ও পরিকল্পিত উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, বাজারসহ বাসা বাড়ির বিভিন্ন স্থানে নানা কাজে ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও সংশ্লিষ্টদের উদাসীনতা ও জনসচেতনতার অভাবে এসব ড্রেন নানাভাবে ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এর ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা সত্ত্বেও সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় সংশ্লিষ্ট এলাকবাসীর। এসব ড্রেন অকেজো অবস্থায় পড়ে থাকায় মানুষের কোন কাজেই আসে না। বর্ষকালে বৃষ্টির পানি নিষ্কাশন না হতে পারায় রাস্তার উপর ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি জমে থাকে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পেরে ও মাটির গাড়ি চলাচলের ফলে বাজারের বিভিন্ন স্থানে কাদামাটি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের ব্যবসায়ীরাসহ এলাকার বাসিন্দাদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

এর আগেও বিভিন্ন সময়ে বারবার এখানকার সমস্যা নিরসনের জন্য ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ ব্যবস্থা গ্রহণ করেছেন সেজন্য এবার সাধারণ জনগণের এই ভোগান্তি রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছেন তিনি।

স্বাআলো/এসএস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর