চুয়াডাঙ্গায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে পান্না ভাঙ্গী (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত পান্না ভাঙ্গী ওই গ্রামের আতিয়ার ভাঙ্গীর ছেলে। সে বিজিবি’র সোর্স ও চোরাকারবারীর সাথে জড়িত ছিলো।

জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, স্থানীয়রা সকালে হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
জেলা প্রতিনিধি