নড়াইলে মাধ্যমিক বিদ্যালয়ে মিনি কম্পিউটার ল্যাব উপকরণ বিতরণ

আইসিটি শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে মিনি কম্পিউটার ল্যাব উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশানাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় কৃষিসম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ল্যাবের জন্য ইউপিএসসহ পাঁচটি ডেক্সটপ এবং একটি প্রিন্টার বিতরণ করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু এতে প্রধান অতিথি ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ উপকরণ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

.

Author
সুজয় বকসী, নড়াইল