
আইসিটি শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে মিনি কম্পিউটার ল্যাব উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশানাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় কৃষিসম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ল্যাবের জন্য ইউপিএসসহ পাঁচটি ডেক্সটপ এবং একটি প্রিন্টার বিতরণ করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু এতে প্রধান অতিথি ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ উপকরণ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস
.
সুজয় বকসী, নড়াইল
