রাঘব-পরিণীতির ভিডিও ভাইরাল

চলতি বছরের অক্টোবরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন রাঘব-পরিণীতি। শনিবার (১৩ মে) দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউজে সম্পন্ন হয়েছে এই জুটির বাগদান অনুষ্ঠান।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি এবং ভিডিও। প্রিয় তারকার বিয়ের খবরে ব্যাপক উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা।

ওই ভিডিওতে দেখা যায়, পরিণীতির পরনে রয়েছে সাদা রংয়ের সেলোয়ার কামিজ। সঙ্গে হালকা মেক-আপে লাস্যময়ী রুপেই সেজেছেন নিজের বাগদানে। অপরদিকে রাঘব পরেছেন সাদা রংয়ের শেরোয়ানি।

এবার সেলফি তুলতে টাকা চাইলেন উরফি! ভিডিও

বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা পড়েছেন ক্যামেরায়। গানের তালে তালে একে অপরকে জড়িয়েছিলেন তারা। এমনকি ওই ভিডিওতে চুম্বন করতেও দেখা যায় এই যুগলকে।

প্রসঙ্গত, একটি সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হয়েছিলো রাখব-পরিণীতির। এরপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে চার হাত এক হতে চলেছে এই জুটির।

সূত্র: পিংক ভিলা

স্বাআলো/এস

.

Author
বিনোদন ডেস্ক