
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে (গাসিক) প্রার্থী হওয়ায় ২৯ জন নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
এছাড়া দুইজন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করায় দলের পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি মজিবর সরকার, সদর থানা যুবদলের আহবায়ক হাসান আজমল ভূঁইয়া, সদর থানার বিএনপির সাবেক আহবায়ক হান্নান মিয়া, বাসন থানা বিএনপি সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল সরকার, পুবাইল থানা বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, পুবাইল থানা বিএনপির সাবেক আহবায়ক সুলতান উদ্দিন, সদর থানা বিএনপির সদস্য মাহবুবুর রশিদ খান, সদর থানা বিএনপির সদস্য সবদের আহাম্মদ, খায়রুল আলম, জি এস মনির, শহিদুল ইসলাম, তানভির আহমেদ, শাহিন আলম, আনোয়ার সরকার ও রফিকুল ইসলাম।
আজীবন বহিষ্কৃত নেতাদের তালিকায় আরো আছেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সেলিম হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ফারুক হোসেন খান, গাজীপুর মহানগর মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার নুরুন্নাহার, কেয়া শারমিন, গাজীপুর মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিনা মমতাজ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান।
স্বাআলো/এসএ
.
ঢাকা অফিস
