
বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়াম সব সময়ই সরব থাকে। আজ বুধবার (১৭ মে) দুপুরে সেই সরবের মাত্রা আরো বাড়লো। বঙ্গবন্ধু আইএইচএফ নারী টুর্নামেন্টে অ-১৭ পর্যায়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এটি প্রথম শিরোপা।
গ্রুপ পর্বে এই ভারতের কাছেই হেরেছিলো বাংলাদেশ। আজ ফাইনালে অবশ্য অন্য বাংলাদেশের দেখা মিললো। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধে ২০-২০ গোলে সমতা ছিলো। পরের অর্ধে বাংলাদেশ ২৬ গোলের বিপরীতে ভারত করে ২৩টি। ফলে ৪৬-৪৩ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
বাংলাদেশ অ-১৭ দল যখন শিরোপা উদযাপন করছে। এর মধ্যেই অ-১৯ দল ফাইনালে ভারতকে মোকাবেলার জন্য নামছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে রয়েছে।
স্বাআলো/এস
.
Author
স্পোর্টস ডেস্ক
