
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহসভাপতি প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা হামলার ঘটনার দুইদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাড়িতে একা থাকাকালীন অবস্থায় পূর্ববিরোধের জেরে একদল দুর্বৃত্তরা সাংবাদিক আমিরুল ইসলামের উপর হামলা চালায়। এসময় আমিরুল ইসলাম ৯৯৯ এ ফোন দিলে ভেড়ামারা থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা কারিরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় আমিরুল ইসলাম ভেরামার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্বাআলো/এসএস
.
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
