বাগেরহাটে সাত-সকালে সড়কে ঝরলো পথচারীর প্রাণ

বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার মাথাভাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় রাস্তায় অজিত কুমার (৪০) নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ মে) সকাল ৭ টার দিকে।

নিহত অজিত কুমার রাখালগাছি মাথাভাঙ্গা এলাকার মানিক লালের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, অজিত কুমার সকারে তার নিজ বসতবাড়ী থেকে রাস্তায় বের হয়ে পাশ্ববর্তী সিএন্ডবি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত একটি বাসের সাথে ধাক্কায় অজিত পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক রাখে। আর এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি