
বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় সড়কপাশের পুকুর থেকে শেখ জিয়াদ আলী (২৫) নামে একজন ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকার সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ জিয়াদ আলী গাংনি সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আগের রাতে ওই পুকুর থেকে ইজিবাইকটিও উদ্ধার হয় বলে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে জয়খা এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহটির সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তদন্তকাজ শুরু করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্বাআলো/এসএস
.
Author

আজাদুল হক, বাগেরহাট
