আবারো গ্রেফতারের শঙ্কায় ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারো গ্রেফতারে শঙ্কা প্রকাশ করে বলেছেন, পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। যেকোনো সময় আমাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যেতে পারে।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেয়া ভাষণে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

পাকিস্তান সেনাবাহিনী একাত্তরেও নৃশংসতা চালিয়েছিলো: ইমরান খান

ইমরান খান বলেন, হয়তো আবার গ্রেফতারের আগে এটিই আমার সর্বশেষ বার্তা। আজ আমি ভয় পাচ্ছি। মনে হচ্ছে, পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। আমি আশঙ্কা করছি, আজ যদি সুবিবেচনার চর্চা না হয় তাহলে আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারি, যেখান থেকে ফেরা সম্ভব নাও হতে পারে।

তিনি বর্তমানে লাহোরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া এ দিনও তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

স্বাআলো/এস

.

Author
আন্তর্জাতিক ডেস্ক