
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের সভাপতিত্বে সকল শ্রেণি-পেশার জনগণ ও নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ ২০২৩-২০২৪ অর্থবছরের ১ কোটি ৫৫ লাখ ১ হাজার ২১১ টাকার খসড়া বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করেন।
ইউপি সচিবের সঞ্চালনায় বাজেট ঘোষণা আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কেছমত আলী, নওশের আলী, মকবুল হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুধন্য চন্দ্র দাস, সকল ইউপি সদস্যগণ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
