যে ৩ বিভাগের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রপাত

খুলনাসহ দেশের তিন বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৯ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই পিএইচডি গবেষক লিখেছেন, শুক্রবার বিকেল ৪টার পর থেকে রাত ৩টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে, বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে এবং রাত ১০টার পর থেকে রাত ৩টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো ছাড়াও কক্সবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি আরো লিখেছেন, শুক্রবার বিকেল ৪টার পর থেকে শনিবার (২০ মে) সকাল ৬টার মধ্যে দেশের বেশিভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভব্য সময় নিম্নরূপ:

১) রংপুর জেলাগুলোর ওপর দিয়ে: বিকেল ৪টার পর থেকে রাত ১২টা পর্যন্ত।
২) রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: বিকেল ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত।
৩) খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
৪) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত।
৫) সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত।
৬) বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১০টা পর্যন্ত।
৭) চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে: রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত।

স্বাআলো/এসএ