
ভারতের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে, বাজার থেকে দুই হাজার রুপির নোট তুলে নেয়া হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বিনিময় বা নিজেদের ব্যাংকে জমা দেয়া যাবে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২৩ মে থেকে ২ হাজার রুপির নোট বিনিময় শুরু করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
অবিলম্বে সব ব্যাংককে দুই হাজার রুপির নোট সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরবিআই।
২০১৬ সালের নভেম্বরে দুই হাজার রুপির নোট ছাপানো শুরু করে ভারত। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাজার ও পাঁচ শ’ রুপির নোট বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দেন।
আরবিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, দুই হাজার রুপির নোট ছাপানোর উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। ফলে ২০১৮-১৯ অর্থ বছরে এই নোট ছাপানো বন্ধ হয়েছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট ব্যাংক জমা দেয়া যাবে অথবা ছোট নোটে বিনিময় করা যাবে।
স্বাআলো/এসএ
.
আন্তর্জাতিক ডেস্ক
