
বরিশালের বানারীপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ লিমা খানম (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ মে) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মাছ রং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিমা খানম উপজেলার সদর ইউনিয়নের মাছ রং গ্রামের মৃত সাইফুল হাওলাদারের মেয়ে।
এ ব্যপারে পুলিশ বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জিরো টলারেন্সে অবস্থান নিয়ে সর্বনাশা মাদক নির্মুলে মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এসএস
.
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
