কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

কুষ্টিয়ার কুমারখালীতে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র তানজিল শেখ (১৮) খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ মে) বিকালে উপজেলার পান্টি ইউনিয়নের স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল ৪টার দিকে কলেজছাত্র তানজিল কোচিংয়ের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয। এ সময় পান্টি স্কুল মাঠে পৌঁছালে বন্ধু ওবাইদুল শেখ ইমনের সঙ্গে কথা-কথাকাটি হয়। একপর্যায়ে ইমন ক্ষিপ্ত হয়ে তানজিলের বুকে ছুরিকাঘাত করেন। এতে তানজিল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ইমন পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ জানাতে পারেনি।

কুমারখালী থানার ওসি মহসিন হুসাইন বলেন, খুনের নেপথ্যে প্রেম নাকি পূর্ববিরোধ ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমনকে গ্রেফতারে অভিযান চলছে।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া