বাগেরহাট ও খুলনার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ধরা

বাগেরহাট ও খুলনার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগমকে (৪২) বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।

প্রায় এক ডজন মামলার আসামি শিউলি বেগম খুলনা-বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা করে আসছিলো। তার ছত্রছায়ায় অত্র এলাকার অনেক যুবক-যুবতি মাদক ব্যবসাসহ নেশার জগতে জড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে মাদক ব্যবসা করে শিউলি এলাকার মাদক সম্রাজ্ঞী হয়ে উঠেছিলো। ইতোপূবে একাধিকবার বার মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান আছে।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয় মাদক দ্রব্য নির্মূলে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত পেশাদার মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কুখ্যাত মাদক বিক্রেতা শিউলি বেগম বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আভিযানিক দলটি মোংলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত শিউলী বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়। শিউলি বেগম খলনা রুপসা উপজেলার বাসিন্দা। তাকে শনিবার রুপসা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি