পেঁয়াজের বস্তা নামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

লাশের ফাইল ছবি

লালমনিরহাটে পাটগ্রামে গোডাউন থেকে পেঁয়াজের বস্তা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) পাটগ্রাম পৌরশহরের চৌরঙ্গী মোড় কাঁচামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক রসুলগঞ্জের মৃত মনর উদদীনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, মোতালেবের দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর লেগে শ্রমিক ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম কাঁচামাল ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ বলেন, ভুলবশত বিদ্যুতের তার ওই গোডাউনের ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, লালমনিরহাট