এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি যশোরে

যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।

বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার ৮ উপজেলার শতাধিক শিক্ষক অংগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, একজন এমপিওভুক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায় সেই বেতনে কোনোভাবে সংসার চালানো সম্ভব হয় না। যে কারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থা থেকে উত্তোরণে আগামী বাজাটে এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আহম্মেদ, যুগ্ম সদস্য সচিব আবুল বাশার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহাসহ প্রমুখ।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর