ট্রেনের সামনে গাছপড়ে ইঞ্জিন ও দুটি বগী লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সামনে গাছপড়ে ইঞ্জিন ও দুটি বগী লাইনচ্যুত হয়েছে।

এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার মহসীন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
সিলেট ব্যুরো