
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে পাকিন্তানিরাও এখন বাংলাদেশের মতো হতে চায়। দেশে গত ১৫ বছরে যেভাবে প্রান্তিক পর্যায়ে উন্নয়নে তাতে বিশ্ববাসী অবাক হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, খাদ্য, বস্ত্র, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে অপরিমেয় উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় ছিলেন বলেই এতো উন্নয়ন সম্ভব হয়েছে। তাই দেশের সম্মান ও উন্নয়নের গতি ধরে রাখতে সবাইকে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।
শনিবার (২০ মে) সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মীরাপুর ইসলামীয়া দাখিল মাদরাসার চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দুঃখী-মেহনতি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা: এমপি কাজী নাবিল
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে রোল মডেল। বিশ্বের অনেক দেশের জনগণ শেখ হাসিনার মতো সফল রাষ্ট্রনায়ক চায়। শেখ হাসিনা যেসব বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন সেটা অনেকে চিন্তাও করতে পারেন না। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্র রাব্বী হাসান।
বিএনপির মিথ্যা আশ্বাস ও প্রলোভনে পা দিবেন না: এমপি কাজী নাবিল
এরপর বিকালে প্রধান অতিথি হিসেবে তিনি চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা ইসলামীয়া আলীম মাদরাসার চারতলা ভবনের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সভাপতি সেলিম রেজা পান্নুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
