ওমরা করতে গিয়ে প্রাণ গেলো ৮ জনের

সৌদি আরবে ওমরা করতে গিয়ে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ পাকিস্তানি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরো কয়েকজন।

শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে।

পাকিস্তানের কনসাল ওয়েলফেয়ার এক বিবৃতিতে জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

এই ভয়াবহ এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে এক বিবৃতিতে জানানো হয়।

স্বাআলো/এস

.

Author
আন্তর্জাতিক ডেস্ক