
পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পায়রা বন্দর এলাকা হতে এক বছরের সাঁজাপ্রাপ্ত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জলিল শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পায়রা বন্দর এলাকায় জিআর নং-১২/২০১৮, এর ০১(এক) বছরের সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জলিল শিকদার (৪৭) অবস্থান করছে।
উক্ত স্থানে র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি জলিল শিকদারকে গ্রেফতার করে র্যাব-৮ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, পটুয়াখালী জেলার দুমকী থানার জিআর নং-১২/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ০১(এক) বছরের সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী জেলার দুমকী থানায় হস্তান্তর করা হয়।
স্বাআলো/এস
.
জেলা প্রতিনিধি, পটুয়াখালী
