
পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধসহ তিন দাবিতে ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সকল ধরনের যানবাহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
রবিবার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এ ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।
এ সময় লিখিত বক্তব্যে পড়ে শোনান সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা বাস্তবায়নের দাবি জানালে প্রশাসন সেটি আমলে নেয়নি। পরে সকল শ্রমিক মিলে দাবি আদায়ের লক্ষ্যে ৩ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিই। কিন্তু পুলিশ প্রশাসন অনুরোধে এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। কিন্তু পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। তাই আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি আনেয়ার হোসেন ও দফতর সম্পাদক সুমন মিয়া প্রমুখ।
স্বাআলো/এসএ
.
সিলেট ব্যুরো
