
আপনার পছন্দের বাজাজ পালসার ১২৫ সিসি বাইকটি আপনি ক্রয় করতে পাবরেন মাত্র ৭ হাজার রুপিতে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এটাই সত্য।
বাইকটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি এখনো অব্দি এই বাইকের বিক্রি চালিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতীয় বাজারে বাজাজ পালসার ১২৫ এর এক্স শোরুম মূল্য প্রায় ৮১ হাজার রুপি। কিন্তু আপনার কাছে যদি এই মুহূর্তে এত টাকা না থাকে? কোনো চিন্তা নেই। বাজাজ এই বাইকের জন্য দিচ্ছে অবিশ্বাস্য আর্থিক অফার। যার মাধ্যমে আপনি খুব সহজেই শখের বাইক কিনতে পারবেন।
অফার অনুযায়ী, বাইকটি কিনতে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ৭ হাজার রুপি। এরপর মাসিক মাত্র ২,৯৯৯ রুপি কিস্তি দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন।
প্রসঙ্গত, বাজাজ পালসার ১২৫ বাইকে ১২৪.৪ cc ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ১০.৮ Nm পিক টর্কের সাথে ১১.৬৪ Bhp পিক পাওয়ার তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিনটি একটি ৫-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। এই বাইকটিতে বাজাজ অত্যন্ত উন্নত ব্রেকিং ও সাসপেনশন সিস্টেম দিয়েছে।
স্বাআলো/এসএস
.
