নানা-নাতীর ধর্ষণে অন্তঃস্বত্ত্বা প্রতিবন্ধী নারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা ও নাতীর ধর্ষণে এক বিধবা বুদ্ধি প্রতিবন্ধী নারী অন্তঃস্বত্বা হওয়ার ধর্ষণের অভিযোগে সাবেক সেনা সদস্য আব্দুল কুদ্দুছ (৫৫) নামের এক ব‍্যক্তিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূক্তভোগী নারী, শনিবার রাতে নিজে বাদী হয়ে অভিযুক্ত নানা ও নাতীর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার (২১ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুল আসামি আব্দুল কুদ্দুছকে আটক করে থানায় নিয়ে আসে ।

উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই বিধবা নারী দুই সন্তানের জননী ও বুদ্ধি প্রতিবন্ধী। ঐ গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল কুদ্দুছ ও তার সর্ম্পকীয় এক নাতী আব্দুল আজিজের পুত্র সোহেল রানা (২৫) টাকার প্রলোভন দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করে। এর ফলে এক সময় ঐ বিধবা নারী অন্তঃস্বত্বা হয়ে পড়ে। পরে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে নানা-নাতী ধর্ষণের কথা অস্বীকার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম