
যশোরে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় আসামি মনিরুল ইসলাম নিরবকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার শনিবার (২০ মে) দিবাগত রাতে যশোর শহরের রেলবাজার এলাকা থেকে আটক করেন।
আটক মনিরুল ইসলাম নীরব শহরের ষষ্ঠীতলা পাড়ার আব্দুল খালেকের ছেলে।
এসআই জয়ন্ত সরকার জানান, গত তিনদিন আগে যশোর শহরের আশ্রম রোডে যুবলীগ নেতা তুহিন ও তার ভাই সুইংকে হত্যার উদ্দেশ্যে বোমাবাজি ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার আসামি মনিরুল ইসলাম নীরব। গতরাতে পুলিশের কাছে গোপন খবর ছিলো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য মনিরুল রেলস্টেশন এলাকায় অবস্থান করছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
