বাগেরহাটে নানীর সাথে পরকীয়া, যুবকের আত্মহত্যা

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর খালেখার বেড় এলাকায় পরকীয়ায় আসক্তের ঘটনা ফাঁস হওয়ায় নানী বাড়ির বাগানে গলায় গামছা দিয়ে গাছের ডালে ঝুলে কাউম শেখ (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে কাউমের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করেছে।

কাউম শেখ রাজনগর ইউনিয়নের কালেখার বেড় গ্রামের জাফর ইকবালের ছেলে। আর চাঞ্চল্যকর এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে।

স্থানীয়দের বরাত দিয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফ জানান, আল কাউম শেখ এলাকায় এক নারীর সাথে পরকীয়ায় আসক্ত হয়। বিষয়টি জানাজানি হলে সে সোমবার সকালে একই গ্রামে তার নানী সালেহা বেগমের বাড়ির বাগানের একটি গাছে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে থানার এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরহতাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

স্বাআলো/এস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি