
যশোর সরকারি এমএম কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকি দাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (২২ মে) দুপুরে ক্যাম্পাস চত্ত্বরে বিক্ষোভ মিছিল শেষে কলাভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
ওই সমাবেশে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম রাব্বি, এনামুল হোসেন, আরিফ হোসেন, শেখ ইব্রাহিম হোসেন সাগর, রাজু আহমেদ, আসলামুল ইসলাম সাজু, পারভেজ হোসেন, রবিউল ইসলাম ও রুবায়েত হাসান প্রান্ত।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। সাধারণ মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে ভাবতে পারছে না। এটা বুঝতে পেরে বিএনপির নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা নীলনকশা আঁটছে। শেখ হাসিনার হত্যার হুমকি তার বড় উদাহরণ। দেশবাসী ওইসব হুমকি দাতাদের ছাড় দেবে না। শেখ হাসিনার প্রশ্নে কাউকে ক্ষমা হবে না। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে আবু সাঈদ চাঁদকে দ্রুতই গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
