
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারের ব্যক্তি মালিকানা দোকান থেকে কতিথ খাজনা আদায়ের নামে চাঁদাবাজীর প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ীরা সোমবার (২২ মে) সকালে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে।
সপ্তাহিক হাটের দিনে বাজারসহ সকল দোকান বন্ধ হওয়ায় এলাকার সাধারণ মানুষ পড়ে চরম বিপাকে। মানববন্ধন চলাকালে দোকান মালিক ও দোকানদার বরুন শেখ, রাসেল সেখ ও তরিকুল ইসলামসহ আন্দোলনকারীরা জানান বারুইপাড়া বাজারটিতে ব্যাক্তি মালিকানায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বেশী থাকায় বাজার ইজারাদার লিটন সেখ সরকারী বিধি উপেক্ষা করে ব্যাক্তি মালিকানার দোকানেও খাজনা দাবি ও আদায় করছে। খাজনা দিতে অস্বীকার করায় ইজারাদার লিটন শেখ গত ১৮ মে বহিরাগত সন্ত্রাসীদের সমন্বয়ে বারুইপাড়া বাজারে মহড়া দেয় এবং অনেক ব্যবসায়ী ও দোকান মালিককে হুমকী দেয়। স্থানীয় চিত্রা তহশীলদার নুরুল ইসলামের প্রকাশ্য সহযোগিতায় ইজারাদার লিটনসহ তার সহযোগিরা প্রতিদোকানে ১০০/১৫০ টাকা করে চাঁদা দাবী করছে। কতিথ খাজনার নামে এ চাঁদা না দিলে হুমকি-ধামকী দেয়া হচ্ছে। তহশীলদার বলছে ইজারার খাজনা না দিলে জমি অধিগ্রহণ করা হবে।
ইতোমধ্যে বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, আব্দুল মালেক, তরিক সরদার ও হোসেন সেখসহ অনেক ব্যবসায়ী এ চাঁদা পরিশোধ করছেন। অথচ সরকারের হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা ) বিধি-৩ অনুযায়ী কোন ব্যক্তি মালিকানা সম্পত্তি অধিগ্রহন ছাড়া খাজনা আদায় করিতে পারিবেনা। বাজার স্থাপনার পর এ বজারের ব্যাক্তি মালিকানা দোকান বা ব্যবসায়ীরা কোন ইজারা দেয়নি। অথচ ইজারাদার লিটন শেখ এ বছর বাজার ইজারা নিয়ে জোরপূর্বক নিয়মবহির্ভুতভাবে খাজনার নামে চাঁদা আদায় করছে। আমরা দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ইজারাদারের বিচার দাবী করছি। মানববন্ধন শেষে ওই বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের সংবাদকমীদের কাছে স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে ইজারাদার লিটন শেখ ও তহশীলদার নুরুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ করেননি।
স্বাআলো/এসএস
.

আজাদুল হক, বাগেরহাট
