নড়াইলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ (২২-২৮ মে ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, সেবা সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, ই-নামজারী, খাজনা প্রদানসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, বিভিন্ন এলএ কেসের ক্ষতি পূরণের চেক প্রদান, স্মার্ট ভূমি সেবার বিষয়ে প্রচারণামূলক সভা ও সম্মানী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে একটি র‌্যালি নড়াইল সার্কিট হাউজ চত্বর থেকে শুরু হয়ে নড়াইল সদর উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। নড়াইল সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীলের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান মান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলান আনসার কমান্ড্যানট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট কমিটি, বিভাগের কর্মকর্তাগণ ও উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে ৩টি ষ্টল খোলা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
সুজয় বকসী, নড়াইল