
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রং মিশ্রিত আইসক্রিম বিক্রির অপরাধে মুজাহিদুল ইসলাম নামের একজন অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২২ মে) দুপুরে ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন খবরে অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর বাসায় বিপুল পরিমাণে রাসায়নিক ক্ষতিকর রং মিশ্রিত ও কোনো রকম মেয়াদ ছাড়া আইসক্রিম (পেপসি নামে অধিক পরিচিত) পাওয়া যায়।
ঘটনাস্থলে আনুমানিক দুই হাজার পিস আইসক্রিম (পেপসি নামে অধিক পরিচিত) স্পটে ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে খুলনা থেকে এনে এই আইসক্রিম গুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো মুজাহিদ। স্বাস্থের জন্য ক্ষতিকর রং ও মেয়াদ না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুজাহিদ পুনরায় এই ধরনের আইসক্রিম বিক্রি করবে না বলে অঙ্গীকার করেছেন।
ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বাআলো/এস
.

আজাদুল হক, বাগেরহাট
