
যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে উপজেলার মহাকাল এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম তুহিন আলম। সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন তুহিন মহাকাল সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে যান। কারখানার ম্যাশিনের যান্ত্রিক ত্রুটির কারণে তুহিন বিদ্যুতায়িত হলে অন্য শ্রমিকেরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সিনথিয়া নুর চৈতী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুপুরে এখানে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশের এসআই রুহুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক তুহিন মিলের সিপনি থেকে মসজিদের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। সেখানে তার মৃত্যু হয়। মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
