
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে ৪২তম মোটরসাইকেল বিজয়ী হয়েছেন যশোরের চৌগাছা শাখার গ্রাহক মশিয়ার রহমান।
চলতি মাসের ৮ তারিখে আমেরিকা প্রবাসী শরিফুল ইসলামের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের মশিয়ার রহমান এ লটারি বিজয়ী হন।
মঙ্গলবার (২৩ মে) লটারির পুরস্কার হিসেবে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের (টিভিএস মেট্রো ১১০ সিসি) একটি মোটরসাইকেল হস্তান্তর করেন।
মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ এর যশোর জোনের প্রধান শফিউল আজম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহাফুজুল হক, শাখার জিবি ইনচার্জ আব্দুল হাকিম, রেমিটেন্স ইনচার্জ হাসান কবির, সাজ্জাতুল আলম প্রমুখ। লটারি বিজয়ী মশিয়ার রহমানের সাথে তার স্বজনরা উপস্থিত ছিলেন।
চলতি মাসেসর ১৪ মে পর্যন্ত এই ক্যাম্পেইনে পৃথিবীর যেকোনো দেশ থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন একজন করে মোটরসাইকেল জিতে নিয়েছেন।
স্বাআলো/এসএ
.

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
