ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন নেইমার!

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ২০১৭ সালে দলে ভেড়ায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। সে সময় দলবদলের বাজারে রেকর্ড করে ক্লাবটি। বার্সেলোনা থেকে এ তারকা ফরোয়ার্ডকে দলে নেয়ার অন্যতম উদ্দেশ্যই ছিলো চ্যাম্পিয়ন্স লিগ জয়। এরপর কেটে গেছে ৬ বছর কিন্তু নেইমারকে দিয়ে পিএসজির সে স্বপ্ন এখনো পূরণ হয়নি। উল্টো চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে। সব মিলিয়ে ফরাসি জায়ান্টদের সাথে নেইমারের দূরত্বও সৃষ্টি হয়েছে।

চলতি মৌসুম শুরুর আগে নেইমারকে পিএসজি বিক্রি করে দিতে চায় বলে গুঞ্জন উঠলেও তা হয়নি। এদিকে চোটে পড়ে এবারও মাঝপথেই মৌসুম শেষ হয়েছে নেইমারের। রয়েছে ফরাসি তারকা ফুটবলার এমবাপের সাথে দ্বন্দের গুঞ্জনও। আবার, ক্লাবের সমর্থকরাও নেইমারে সমালোচনায় মুখর, কিছুদিন আগে ব্রাজিলিয়ান তারকার বাড়ির সামনে

আন্দোলনও করেন অনেকে। সব মিলিয়ে এবারো নেইমারের পিএসজি ছাড়ার খবর চড়াও হয়েছে। উপযুক্ত দাম পেলেই নেইমারকে ছেড়ে দেবে পিএসজি। পিএসজিকে থেকে ব্রাজিলিয়ান তারকার বিদায়ের সম্ভাবনাকে একেবারে নাকচও করে দেয়নি কোনো পক্ষই। এ অবস্থায় নেইমারের পরবর্তী গন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

সম্প্রতি ফরাসি গণমাধ্যম লেকিপের খবরে বলা হয়েছে, এমবাপেকে কেন্দ্র করে একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে চায় পিএসজি। এ জন্য উপযুক্ত মূল্য পেলে নেইমারক ছেড়ে দিতেও রাজি তারা। খবরে আরো বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকার ব্যাপারে প্রিমিয়ারের দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে পিএসজি। আর এ আলোচনায় এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউতে নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ কেসেমিরোই তাকে দলে নিতে ক্লাবকে পরামর্শ দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে প্রিমিয়ার লিগের আরেক দল নিউক্যাসল নেইমারকে কিনতে চায় বলেও গুঞ্জন উঠেছিলো। ক্লাব ফুটবলের পরবর্তী গন্তব্যের ব্যাপারে বিভিন্ন ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে গুঞ্জন চড়াও হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক