বিএনপি নেতা চাঁদকে অবাঞ্চিত ঘোষণা, এলেই দেয়া হবে গণধোলাই

শুধু মামলা নয়, সে রাজশাহী শহরে এলেই চাঁদকে গণধোলাই দেয়া হবে বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন।

তিনি বলেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক- এটি আমরা চাই। ইতোমধ্যে মামলা হয়েছে, আরো মামলা হবে। তবে শুধু মামলা দিয়ে নয়, সে রাজশাহী শহরে এলেই তাকে গণধোলাই দেয়া হবে। রাজশাহীতে আমরা এর আগেও চাঁদকে অবাঞ্চিত ঘোষণা করেছি, আবারো অবাঞ্চিত ঘোষণা করলাম।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে উদ্দেশ্য করে এ কথা বলেন খায়রুজ্জামান লিটন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, তিনি (চাঁদ) যে কথাটি বলেছেন, সেটি বিচ্ছিন্ন কোনো কথা নয়। সেটা তারেক জিয়ার কথা। লন্ডন থেকে সেটা এসে চাঁদের মাথায় ঢুকেছে। এর পরিণতি কতটা ভয়ানক হবে, তিনি এখনো তা ভাবতে পারছেন না। বিএনপি নামক দলটি বাংলাদেশের জন্য ক্যান্সার। এই ক্যান্সারকে বাংলাদেশ থেকে বাদ দিয়ে দেয়া দরকার। তা না হলে বাংলাদেশ স্বস্তি পাচ্ছে না।

তিনি বলেন, খুনি তারেক জিয়া যেমন কুসন্তান, তেমনি তারেক রহমান কুলাঙ্গার। কুলাঙ্গার তারেক জিয়া লন্ডনে বসে নানা রকম ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর হত্যা, খুন ও গুমের রাজনীতি শুরু করে বিএনপি। আবারও সেই রাজনীতি করে তারা ক্ষমতায় আসতে চায়। তাদের জ্বালাও-পোড়াওয়ের চিন্তা এখনও যায়নি। সুযোগ পেলে তারা আবারও জ্বালাও-পোড়াও করতে চায়।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।

স্বাআলো/এসএ

.

Author
রাজশাহী ব্যুরো