প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কুষ্টিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার (২৪ মে) বেলা ১২টায় ভেড়ামারা বাসস্টান্ডে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান প্রাইমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্বাআলো/এসএস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি