বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

বাগেরহাট সদর উপজেলার দরিতালুক এলাকায় সন্ত্রাসীরা মামুন শেখ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় মামুনকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামুন শেখ স্থানীয় নোনাডাঙ্গা গ্রামের ইমলান শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন ও তার পরিবারের লোকেরা বুধবার (২৪ মে) সকালে জানান, মামুন মঙ্গলবার রাত ১১ টার দিকে তার পিতার জন্য ওষুধ ক্রয় করতে খান জাহান মাজার মোড়ে যাওয়ার পথে দরিতালুক মোড়ে তাকে হামলা করে। পূর্ব-শত্রুতার জের ধরে সাবেক ইউপি মেম্বর মুকিতসহ তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে।

স্থানীয় কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মোহিতুল ইসলাম পল্টন জানান, খবর পেয়ে আমি নিজে মামুনকে দেখতে হাসপাতালে যাই। এবং বিষয়টি থানা পুলিশকে জানাই। রাজনীতিতে সক্রিয় না থাকলেও মামুন যুবলীগের কর্মী। পূর্ব-শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্ধেশ্যে এ হামলা করেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং খোজ খবর নেয়া হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি