যশোরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি হাসান আটক

যশোরে র্্যাব-৬ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান সরদারকে আটক করেছেন। আজ বুধবার (২৪ মে) যশোর উপশহর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করেন।

আটক হাসান সরদার অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, আটক হাসান সরদার যশোরের বহুল আলোচিত সন্ত্রাসী অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। ২০১৫ সালে সে যশোর অভয়নগরে একটি ক্লিনিকে ডাকাতি করতে গিয়ে পালাবার সময় এক যুবককে হত্যা করে। ওই ঘটনায় অভয়নগর থানায় নিয়মিত মামলা হয়। ওই মামলায় আদালত হাসান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

এছাড়াও তার বিরুদ্ধে অন্য একটি মামলায় ৮ বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরো পাঁচ মাস কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে হাসান পলাতক ছিলো। র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করেন।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর