বাগেরহাটে নাশকতা মামলায় বিএনপির সদস্য সচিব গ্রেফতার

বাগেরহাটে পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় এবার জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যার আগে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট সদর মডেল থানায় পুলিশের করা একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে খুব দ্রুতই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। গ্রেফতার হওয়া মোজাফফর রহমান আলম দীর্ঘদিন ধরে জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগেও একাধিক রাজনৈতিক মামলায় কারা ভোগ করেছেন এই নেতা।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতা মামলায় মোজাফফর রহমান আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট সদর মডেল থানায় পুলিশের করা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম সহ ৩০ নেতাকর্মী কারা ভোগ করেছেন। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছেন।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি