
পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেটি জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে। তবে চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি।
বুধবার (২৪ মে) দিবাগত রাত ৩টায় ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে যুবা সেলেসাওরা।
এর আগে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। আজকের ম্যাচে হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
যেভাবে দেখবেন খেলা
ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া ফিফা প্লাসে (fifaplus)এই ম্যাচটি দেখা যাবে সম্পূর্ণ ফ্রি’তে।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
