আইপিলে নতুন সংযোজন ‘গ্রিন ডট বল’, আসল রহস্য জানলে অবাক হবেন

মঙ্গলবার (২৩ মে) রাতে শুরু হয়েছে চলমান আইপিএলের প্লে অফ পর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে কাল মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স । আর টিভিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের খেলা উপভোগ করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এবারের আসরের নতুন সংযোজনের সাথে পরিচিত হন দর্শকরা। প্লে অফ পর্ব থেকে শুরু হওয়া এ ভিন্ন এ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘গ্রিন ডট বল।’

ক্রিকেট খেলায় বোলারের করা কোনো বলে যদি কোনো প্রকার রানই না হয় তবে তাকে ডট বল হিসেবে ধরা হয়। টিভিতে খেলা দেখানোর সময় কোনো ওভারের কোনো বলে যা রান হয় সে সংখ্যা দেখানো হয়, রান না হলে শুধু একটি ডট ব্যবহার করা হয়। আর চেন্নাই-গুজরাটের খেলা দেখতে গিয়ে এক অদ্ভুত বিষয় চোখে পড়ে দর্শকদের, ডট বলের জায়গায় দেখানো হচ্ছে গাছের চিহ্ন! এমনটা তো আগে কখনো দেখা যায়নি!

মুহূর্তেই ছড়িয়ে পড়ে এ খবর, শুরু হয় আলোচনা। পরে অবশ্য ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সূত্রে জানানো হয় যে, আইপিএলের প্লে অফ পর্বের খেলাগুলোয় প্রতিটি ডট বলের জন্য ৫০০টি করে গাছ লাগাবে সংস্থাটি। তাই আইপিএল সম্প্রচারকদের পক্ষ থেকে ডট বলের জায়গায় গাছের চিহ্ন ব্যবহার করা হয়েছে।

মূলত বৈশ্বিক উষ্ণায়নের এ যুগে বনায়ন ও পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরি করতেই এমন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এমন উদ্যোগের কথা। এ পদক্ষেপের জন্য আইপিএল এবং বিসিসিআই এর প্রশংসাও করেন সবাই। ম্যাচ চলাকালীন ধারভাষ্যকার হার্শা ভোগলে বলেন, বিসিসিআই এর সবুজায়ন কর্মসূচির আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
স্পোর্টস ডেস্ক