
যশোরের চৌগাছায় পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে পদ্মা অটো রাইস মিল ও আলম ট্রেডার্স নামে দুই প্রতিষ্টানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার পুড়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে আদালতে এই জরিমানা আদায় করা হয়।
আদালত পাটজাত পন্য ব্যবহার সংরক্ষণ আইনে পদ্মা অটো রাইস মিলকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স আলম টেডার্সের মালিককের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পাট অধিদফতর, যশোরের চীফ ইন্সপেক্টর গোলাম সরোয়ার তালুকদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এস
.
Author

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
