
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
মেষ: আজ নানা বাধার মুখে পড়লেও ঘনিষ্ঠ কোনো বন্ধুর সূত্রে তা কাটিয়ে ওঠা যাবে, ফেলে রাখা কাজ শেষ করতে হবে আজ, অতীত ভুলতে হবে।
বৃষ: কাঙ্ক্ষিত ফললাভে বিলম্ব নিয়ে ভাববেন না, তা আপনার ভালর জন্যই, এই অবসরে নতুন কোনো কিছুর সঙ্গে পরিচিত হন, ভবিষ্যতে উপকার হবে।
মিথুন: পরিস্থিতি যেমনই হোক, হাল ছাড়বেন না, আজ টিকে থাকাই দিনটির মূল মন্ত্র, সমস্যাকে শিকড় থেকে চিনলে তবেই তা চিরতরে নির্মূল হবে।
কর্কট: সতর্ক হয়ে চলাফেরা করুন, ছোটখাটো আঘাতের সম্ভাবনা আছে, আজ নিজের মতো থাকুন, খুব সাধারণ কোনো কথাতেও সম্পর্ক খারাপ হতে পা
সিংহ: যে সুখবরের আশায় দিন গুনছন, আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে, উপযুক্ত আর্থিক পরিকল্পনাই একমাত্র ভবিষ্যতের ভিত সুদৃঢ় করতে পারে।
কন্যা: ভালোবাসার মানুষের সঙ্গে দিন আজ আনন্দে কাটবে, ঘনিষ্ঠ কারো আপনার সাহায্যের দরকার হতে পারে, অতীতের কর্মের আজ ফল মিলতে চলেছে।
তুলা: প্রথম উদ্যোগ নিলে যে কোনও জটিল পরিস্থিতি আজ অনায়াসে সামাল দেয়া যাবে, স্বভাবজাত রসবোধ গম্ভীর পরিবেশেও আজ মন সজীব রাখতে কাজে আসবে।
বৃশ্চিক: আজ ঘন ঘন মেজাজ বিগড়াবে, তবে ভাগ্য আপাতত সুপ্রসন্ন, তাই সমস্যা হবে না, তা বলে পরিশ্রম বন্ধ করা চলবে না, খরচে এখনও রাশ না টানলে পরে পস্তাতে হবে।
ধনু: আজ স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, টাকা ধার দেবেন না, কেন না তা ফেরত আসবে না, নিজের সব গুণ কাজে লাগিয়ে আজ সহজেই সাফল্য অর্জন করতে পারবেন।
মকর: যোগাযোগ বিচ্ছিন্ন এমন কারো সঙ্গে সম্পর্কের বাঁধন আবার শক্ত করার সময় এসেছে, প্রথমে অস্বস্তি হলেও ধৈর্য এবং দয়ালু স্বভাবের জেরে বাধা কাটিয়ে ওঠা যাবে।
কুম্ভ: কঠোর পরিশ্রমের সুফল এবার মিলতে চলেছে, কর্মক্ষেত্রে যশোবৃদ্ধি হবে, আর্থিক উন্নতিরও যোগ রয়েছে, সব মিলিয়ে সমাদরে-সম্মানে দিন ভালই যাওয়ার কথা।
মীন: মন এখন উজ্জীবিত রয়েছে, নানা কাজে সহজেই সাফল্য অর্জনের সুযোগ রয়েছে, কিন্তু স্বাস্থ্যের যত্ন না নিলে পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করা কোনো ভাবেই যাবে না।
স্বাআলো/এসএ
.
