কেশবপুরে ১১০ অসহায় নারী পেলো সেলাই মেশিন

কেশবপুরে ১১০ জন অসহায় নারীকে স্বাবলম্বী করতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে সেলাই মেশিন দেয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।

স্বাআলো/এস

.

Author
আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর (যশোর)
উপজেলা প্রতিনিধি